জামাল ভূঁইয়াকে নিতে চায় কলকাতা মোহামেডান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ০২:৪৫ পিএম

জামাল ভূঁইয়া। ফাইল ছবি

জামাল ভূঁইয়া। ফাইল ছবি

গত বছর ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলার পর থেকেই আলোচনায় আছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। 

তখন শোনা গিয়েছিল যে, ভারতের পেশাদার ফুটবল লিগ আই-লিগে খেলার প্রস্তাব এসেছে তার কাছে। পরে অবশ্য কোনো অগ্রগতি হয়নি এ ব্যাপারে। 

এবার আবারো তাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। তবে এবারের আলোচনার ভালো ভিত্তি আছে। ভারতের আই-লিগে ফিরে আসা ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডান আগামী মৌসুমে খেলার জন্য প্রস্তাব দিয়েছে জামালকে।

কলকাতা মোহামেডান ক্লাবের সচিব ওয়াসিম আকরাম বলেন, আমরা বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে প্রাথমিক আলোচনা করেছি। আমিও তার সাথে কথা বলেছি এ বিষয়ে। তবে এখনো অনেক বিষয় বাকি আছে। তবে এটি কীভাবে চাউর হলো, বুঝতে পারছি না।

এ বিষয়ে জামাল ভূঁইয়া বলেন, তাদের (কলকাতা মোহামেডান) কাছ থেকে সত্যিকার অর্থে কখনো কোনো প্রস্তাব পাইনি। তবে অনেক ভারতীয় ক্লাবই আমার ব্যাপারে জানতে চেয়েছে।

ক্লাবটির সচিবের সঙ্গে কথা প্রসঙ্গে জামাল বলেন, তার সাথে আমার কোনো কথা হয়নি। তাছাড়া কারও সাথেই আমি কথা বলিনি।

তার বর্তমান ক্লাব সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী অবশ্য বলেছেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না। জামালের সাথে এক ঘণ্টা আগেও কথা হয়েছে। তিনি এ বিষয়ে কিছুই বলেনি।

দীর্ঘ কয়েক বছর পর আই-লিগে ফিরেছে কলকাতা মোহামেডান। তারা এবার ভালো দল গড়তে যাচ্ছে। সেজন্যই তারা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে নেয়ার কথা ভাবছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh