দ্বিতীয় দিনে নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৪:২৮ পিএম

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে পন্যবাহি নৌযানের শ্রমিকরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এই ধর্মঘট সফল করতে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর কেডিসি এলাকায় কীর্তনখোলা নদীর পাড়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।

এসময় শ্রমিকরা দাবি জানায়, নদীতে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং নৌযান শ্রমিকদের খোরাকি দিতে হবে, বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। যতদিনে তাদের দাবি আদায় না হবে ততদিন তারা এই ধর্মঘট চালিয়ে যাবে।


প্রসঙ্গত, ১১ দফা দাবিতে ২০ অক্টোবর সকাল থেকে বরিশালসহ সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh