ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার কেন?

মুন্সী মুহাম্মদ জুয়েল ডিপার্টমেন্ট অব ফিলোসফি, চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৯:১৭ এএম

প্রধান সড়কগুলোতে জনসাধারণকে দেখা যায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে। জেব্রাক্রসিং থাকলেও অধিকাংশ লোকই জেব্রাক্রসিং বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে থাকেন। স্টপলাইটগুলো লাগানো আছে নামমাত্র। বেশিরভাগই অকেজো। কোনোটার লালবাতি জ্বলে না তো কোনোটার সবুজবাতি। যার ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং ঘটছেও তাই। অতিদ্রুত এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে নির্মূল করা প্রয়োজন। সাধারণ জনগণকে এই বিষয়ে সচেতন করতে হবে। প্রয়োজনে দণ্ডনীয় শাস্তির বিধান করতে হবে। এবং ট্রাফিক পুলিশকেও তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অতিসত্বর স্টপলাইটগুলো মেরামত বা পুনঃস্থাপন করা জরুরি।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh