গানের কবি অতুল প্রসাদ সেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১২:২২ পিএম

 ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা! কি যাদু বাংলা গানে!- গান গেয়ে দাঁড় মাঝি টানে এমন কোথা আর আছে গো! গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।’গানগুলোর মধ্য দিয়ে অতুল প্রসাদ সেনও বেঁচে আছেন যুগ যুগ ধরে।

আজ এই মহান গীতিকার ও সুরকারের জন্মদিন। ১৮৭১ সালের এইদিনে ঢাকায় তার নানুবাড়িতে জন্মগ্রহণ করেন অতুল প্রসাদ সেন। ১৯৩৪ সালের ২৬ আগস্ট মৃত্যুবরণ করেন।

কবির আদি নিবাস ছিলো ফরিদপুরের দক্ষিণ বিক্রমপুরের মগর গ্রামে। বাল্যকালে পিতৃহীন হয়ে অতুলপ্রসাদ ভগবদ্ভক্ত, সুকণ্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তী সময় মাতামহের এসব গুণ তার মধ্যেও সঞ্চারিত হয়।

উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্রপ্রভাবের মধ্যে বিচরণ করেও যারা বাংলা কাব্যগীতি রচনায় মুনশিয়ানা প্রকাশ করতে সক্ষম হন, অতুল প্রসাদ সেন ছিলেন তাদের অন্যতম। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। বাংলা সঙ্গীতের প্রধান পাঁচজন স্থপতির একজন বলা হয় তাকে। তিনি বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh