বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনলাইনে না নেয়ার আহ্বান

মাহমুদুল হাসান ইজাজ শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৯:০৩ এএম

পাবলিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়ার নীতিগত সিদ্ধান্তের বিষয়ে সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যগণ। তবে এই মুহূর্তে পরীক্ষা নেয়া সম্ভব না হলেও আমাদের ভাবতে হবে এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য কতখানি মঙ্গলজনক। বাংলাদেশের প্রায় সব ক’টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বেশিরভাগ শিক্ষার্থীই প্রত্যন্ত অঞ্চল থেকে ওঠে আসা গরিব মেধাবী শ্রেণির। আবার বহু প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে এখনো দ্রুতগতির ইন্টারনেটসেবা পৌঁছেনি। সেক্ষেত্রে এ পদ্ধতিতে মেধা যাচাই করা হলে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনে দেখা দেবে ভয়াবহ পরিণতি। তাছাড়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা এখনো এতটা যুগোপযোগী নয় যে, অনলাইনভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়া যেতে পারে। যেখানে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে পরীক্ষা পদ্ধতিতেই আমরা প্রচুর প্রশ্নফাঁসের খবর শুনেছি বিগত বছরগুলোতে। তাই দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সরাসরি কেন্দ্রে নিলে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh