অস্ত্রসহ ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১১:৩২ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২০, ১১:৩২ পিএম

পটুয়াখালীর মহিপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, একটি বিদেশি রিভলবার, আট রাউন্ড গুলি ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

দুই শীর্ষ সন্ত্রাসী হলেন- মহিপুর থানার সুধীরপুর এলাকার মো. এছহাক জোমাদ্দরের ছেলে মো. সোহাগ জোমাদ্দার (৩০) ও একই এলাকার মৃত সফদার খন্দকারের ছেলে মো. ফারুক খন্দকার (৫০)।

র‌্যাবের দাবি, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা শনিবার রাত একটার দিকে মহিপুর মাছের আড়তে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দুই শীর্ষ সন্ত্রাসী পালানোর চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ঘেরাও করে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এই ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর উপ-সহকারী পরিচালক মো. মোক্তারর হোসেন বাদী হয়ে মহিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh