আঞ্চলিক গ্রন্থাগার প্রয়োজন

মো. আকিব হোসাইন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৯:৪৭ এএম

আমাদের দেশে অনেক অঞ্চলে গ্রন্থাগার নেই। ফলে দেশের তরুণসমাজের মেধা বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে। আলোকিত মানুষের সংখ্যা বৃদ্ধিতে অঞ্চলভিত্তিক গ্রন্থাগার প্রতিষ্ঠার বিকল্প নেই। গ্রন্থাগারে বিভিন্ন বই পাঠের মাধ্যমে জ্ঞানার্জন এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় বিষয়াবলি সম্পর্কে অবগত হওয়া সম্ভব। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ঐতিহাসিক ঘটনা ও দৈনন্দিন জীবনে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য সচেতনতা বাড়াতে গ্রন্থাগার প্রধান সহায়ক। আর এই গ্রন্থাগার প্রতিষ্ঠায় শিক্ষিত এলিটদের এগিয়ে আসতে হবে। অঞ্চলভিত্তিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করা সম্ভব হলে সমাজে শিক্ষার প্রসার ঘটবে এবং দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh