সৈয়দ আহমাদ তারেক এর যমজ কবিতা

সৈয়দ আহমাদ তারেক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৯:২১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২০, ০৯:৪২ পিএম

১.
মোমবাতির পাটাতনে জ্বলে বর্ণমালার বইগুলো,
না, তোমার অপেক্ষা ক্লান্ত করেনা যখোন
পরাণ কাঁদে জ্যোস্নার শিশু কণ্ঠস্বরে...

চারদিকের তরল আঁধারে বৃত্ত ভেঙ্গে যখোনি
দু’চারটে অমিয় দুধের স্বরের স্বাদে
কাছে আসে পুস্তক সম্ভার-সম্ভাবনার
অলীক আহবান,
তখোন তোমার মুখাবয়ব মনেও পড়েনা।

যখোন নির্ভুল গণিতে...
ছায়াঘন আঁধারের আদরে সমাপ্তি পড়াশুনার,

আকাশখানি যেন অকস্মাৎ ভেঙ্গে পড়ে
আমাদের কুসুম-বিধ্বস্ত হৃদয়ে...

২.
তোমাকে সম্পূর্ণরকম সব কিছু ভুলে,
দেখি, তুমি লুকোচুরীর প্রহসন খেলে,

আমাকে দেখো, পান করি শান্তি-বারি,
এবং উদ্ভিদের জন্মান্তর বিশ্বাস করি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh