ভারতে অতিবৃষ্টিতে দেয়াল ধসে ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৩:০০ পিএম

ভারতের তেলেঙ্গানা রাজ্যে অতিবৃষ্টিতে একটি সীমানা দেয়াল ধসে অন্তত ১০ জনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হায়দরাবাদ শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলস এ ঘটনা ঘটে। 

 গত ২৪ ঘণ্টায় হায়দরাবাদে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টার পর বৃষ্টির পরিমান বাড়তে থাকে এবং তা রাত পর্যন্ত অব্যাহত থাকে। শহরের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু কিছু স্থানে পার্ক করা গাড়ি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাওয়ার চিত্র টিভি চ্যানেলগুলোতে দেখা গেছে। বাড়িতে হাঁটু পর্যন্ত পানি ওঠায় রাতে অনেকেই বাড়ির ছাদে অবস্থান নেন।

ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি আজ বুধবার (১৪ অক্টোবর) এক টুইটে বলেছেন, গত দুইদিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদীয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে ১০ জনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের এক কর্মকর্তা টুইট করে জানান, এলবি নগরে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরো কয়েক ঘণ্টা থাকতে পারে। -ইউএনবি ও এনডিটিভি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh