মা-ইলিশ রক্ষা করুন

মাহমুদুল হাসান ইজাজ শিক্ষার্থী, ঢাকা কলেজ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১১:০৬ এএম

বাংলাদেশে জালের মতো অজস্র নদীনালা ছড়িয়ে থাকলেও আমিষের চাহিদা পূরণে মাছের পর্যাপ্ততায় ঘাটতি রয়েছে। আমিষের চাহিদা পূরণে মাছ আমদানি করতে হয়েছে। তবে চলতি বছরের মৎস্য  অধিদফতরের তথ্যমতে বাংলাদেশকে মাছে স্বয়ংসম্পূর্ণ ঘোষণা দেওয়ার কথা রয়েছে এবং বলা হয়েছে মাছের উৎপাদন বৃদ্ধিতে অন্যতম ভূমিকা রয়েছে ইলিশ মাছের। অধিদফতরের হিসাবে গত অর্থবছরে দেশে উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশই ছিল ইলিশ।

এ বছর ১৪ অক্টোবর অর্থাৎ আজ থেকে ৪ নভেম্বর মোট ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ ও কেনাবেচায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনার সময় প্রধান প্রধান মাছের বাজারে ইলিশ কেনাবেচা না হলেও গ্রামেগঞ্জে লোকচক্ষুর আড়ালে ইলিশ কেনাবেচা হতে দেখা যায়। তাই ইলিশের পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করতে অভিযান চলাকালে নদীতে এবং উপকূলে কঠোর নজরদারি রাখতে হবে। তবেই বাংলাদেশ মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পাশাপাশি বিদেশে রফতানি করতে সক্ষম হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh