আসছে নতুন চার আইফোন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১০:৪৩ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২০, ১১:৩০ এএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। বাজারে আসছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি।

অ্যাপলপ্রেমীরা দীর্ঘদিন ধরেই এই নতুন আইফোনের অপেক্ষায় ছিলেন। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাপলের আইফোন অনুষ্ঠান ঘোষণার দিকে চোখ ছিল সবার। চারটি নতুন মডেলের আইফোনের ঘোষণা দিলো অ্যাপল।

এর মধ্যে আইফোন ১২ ও আইফোন ১২ মিনি মডেল দুটি সাশ্রয়ী দামে পাওয়া যাবে। চারটি মডেলের আইফোনেই ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে। 

আইফোন ১২ প্রো মডেলে থাকছে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে,  ১২ প্রো ম্যাক্স মডেলে থাকছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই ব্যবহৃত হবে এ১৪ বায়োনিক প্রসেসর। ফোন দুটির পেছনে তিন ক্যামেরার সেটআপ থাকব। এর মধ্যে ১২ প্রোতে পেছনে লিডার স্ক্যানার থাকবে যাতে কোনো বস্তু বা ঘর স্ক্যান করা যাবে, এআর ফিচার ব্যবহার করা যাবে। এর বাইরে লিডার স্ক্যানারে কম আলোতে অটো ফোকাস ও ক্যাপচার টাইম আরো উন্নত হবে। 

ফোন দুটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি মডেলে গ্রাফাইট, সিলভার, গোল্ড ও প্যাসিফিক ব্লু রঙে পাওয়া যাবে। আইফোন ১২ প্রো মডেলে ক্যামেরাকে বাড়তি গুরুত্ব দিয়েছে অ্যাপল। 

আইফোন ১২ মিনি হচ্ছে অ্যাপলের সবচেয়ে ছোট আইফোন। এতে আকার বাদে আইফোন ১২এর মতো সব ফিচার রয়েছে। আইফোন ১২ মিনি মডেলটিতে থাকছে ৫ দশমিক ৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এটি ৪.৭ ইঞ্চি মাপের আইফোন ৭ এর চেয়েও পাতলা ও হালকা হবে। অ্যাপলের এবারের নতুন আইফোনের ক্যামেরায় ডিপ ফিউশন মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

আইফোন ১২ মিনির দাম শুরু ৬৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১২ (৬৪ জিবি) এর দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১২ প্রো (১২৮ জিবি) মডেলটির দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম শুরু এক হাজার ৯৯ মার্কিন ডলার থেকে।

আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হবে ৬ নভেম্বর থেকে। ডিভাইস দু’টি বাজারে আসবে নভেম্বরের ১৩ তারিখ। অন্যদিকে আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো’র প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর। ডিভাইস দু’টি বাজারে আসবে ২৩ অক্টোবর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh