জয়পুরহাটে চোরাই ফোনসহ গ্রেফতার ৪

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:৩২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২০, ০৭:৫১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে চোরাই মোবাইলফোন চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্মার্টফোন ও ল্যাপটপ  উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- পাঁচবিবি উপজেলার চকিদার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে তুহিন ইসলাম (২০), পশ্চিম বালিঘাটা গ্রামের আবুল হাসানের ছেলে রানু হোসেন (৩৩), ঢাকাইয়া পট্টি গ্রামের গিরেন রায়ের ছেলে জনি রায় (২০) এবং হরিপুর গ্রামের হামিদ শেখের ছেলে রনি শেখ (২৪)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইলফোন চুরি করে আসছিল। কবরস্থান এলাকায় চোরাই মোবাইলফোন চক্রের সদস্যরা বিপুল পরিমাণ চোরাই মোবাইলফোন কেনা-বেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি চোরাই স্মার্টফোন, একটি ল্যাপটপসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh