করোনায়ও বাতিল হচ্ছে না নারীদের আইপিএল!

রানা প্রামানিক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৯:৩৬ এএম

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছিল, ২ আগস্ট করোনা আবহে এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। 

সেদিনই বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছিল, এবারো নারীদের আইপিএল আয়োজন করা হবে। তবে পুরোটাই কভিড সংক্রান্ত নিয়মনীতি মেনে হবে। 

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী নভেম্বরে দুবাইয়েই আয়োজিত হবে নারীদের আইপিএলের তৃতীয় সংস্করণটি। 

টুর্নামেন্টটি আগামী ৪ থেকে ৯ নভেম্বর আয়োজিত হবে দুবাইয়ে। এবারে অংশ নেবে তিনটি দল। সবমিলিয়ে মোট চারটি ম্যাচ খেলা হবে।

তবে আইপিএলের মতোই এই টুর্নামেন্টেও একই থাকবে করোনা সংক্রান্ত নিয়মনীতি মানার বাধ্যবাধকতা। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রত্যেককে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে হবে। এরপর নিজের নিজের হোটেল রুমে দেশি-বিদেশি প্রত্যেক ক্রিকেটারকেই ছ’দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এর মধ্যে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে হোটেলে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে। যাদের এই তিনটি পরীক্ষার ফল নেগেটিভ আসবে, তারা ছয়দিন পর অনুশীলনে নামার অনুমতি পাবেন। 

এছাড়া জৈব সুরক্ষা বলয় থেকে অন্যান্য সমস্ত ব্যবস্থাও থাকবে। এর আগে বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে দুবাইয়ে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড। 

এমন কী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও জানিয়ে দিয়েছিলেন, মহিলাদের আইপিএলও হচ্ছে। তবে এখন শুধু বোর্ডের সরকারি ঘোষণার অপেক্ষা। যা আগামী কয়েক দিনের মধ্যে হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh