বেনপোল বন্দর দিয়ে ভারতে গেলো ১৮৭৫ মেট্রিকটন ইলিশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১০:৫৮ এএম

দুর্গাপূজা উপলক্ষে যশোর বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। যার মূল্য এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ ডলার করে। ভারতে রফতানি করা প্রতিটি ইলিশের ওজন এক কেজি ২০০ গ্রাম। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রফতানিকারককে মোট এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়। ৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টার সময় সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh