গৌরনদী থানার ৩ এসআই প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৭:১৩ পিএম

ড্রেসরুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশগ্রহণ করায় বরিশালের গৌরনদী মডেল থানার তিন উপ-পরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে তাদেরকে প্রত্যাহার করে জেলার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল, মো. শরিফুল ইসলাম ও মো. মিনহাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা পুলিশের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান, জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার) বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরনদী মডেল থানা পরিদর্শনে আসেন।

এসময় ওই তিন এসআই ড্রেসরুল (পোশাক-আশাক ঠিক না থাকা) অমান্য করে ব্রিফিং প্যারেডে অংশগ্রহণ করেন। যা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়। এ কারণে তিনজনকেই থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh