কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ মেশাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৯:৩৪ পিএম

কুয়েতের বর্তমান আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ন্যাশনাল গার্ডের সহকারী প্রধান শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করেছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বুধবার (৭ অক্টোবর) উপসাগরীয় দেশটির নতুন এই শাসক তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করেন।

বুধবার কুয়েতের আমির শেখ নওয়াফের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতির উল্লেখ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুনার নতুন ক্রাউন প্রিন্স মনোনয়নের খবর জানায়। 

ক্রাউন প্রিন্স হিসেবে শেখ মেশালের প্রতি নিজেদের সমর্থন আছে জানিয়ে কুয়েতের শাসক আল-সাবাহ পরিবারের দুজন সদস্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজেদের অবস্থান ঘোষণা করে বার্তা দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh