কর ফাঁকি: এ্যান্টি-ভাইরাস কোম্পানির প্রতিষ্ঠাতা ম্যাকএ্যাফি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১০:৩০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২০, ১০:৩৪ এএম

জন ম্যাকএ্যাফি

জন ম্যাকএ্যাফি

সুপরিচিত এ্যান্টি-ভাইরাস সফটওয়্যার কোম্পানির কর্ণধার জন ম্যাকএ্যাফিকে স্পেনে গ্রেফতার করা হয়েছে। 

কর ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হতে পারে।

গত সোমবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ কথা জানিয়েছে।

কৌঁসুলিরা বলছেন, তিনি চার বছর ধরে ট্যাক্স রিটার্ন জমা দেননি। যদিও তিনি এর মধ্যে পরামর্শদাতা হিসেবে কাজ করে, বক্তৃতা দিয়ে, ক্রিপটোকারেন্সির ব্যবসা করে ও তার জীবনী প্রকাশের কপিরাইট বিক্রি করে লাখ লাখ ডলার আয় করেছেন। এসব আয়ের সাথে অবশ্য তার নিজের নামে তৈরি ম্যাকএ্যাফি এ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রতিষ্ঠানের সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ম্যাকএ্যাফি তার নিজের আয় তার মনোনীত অন্য লোকদের নানারকম এ্যাকাউন্টে জমা দিয়েছিলেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত তিনি কর দেবার দলিল জমা দেননি। এছাড়া তার বিরুদ্ধে অন্যদের নামে থাকা প্রমোদতরী ও বাড়ি-জমির মতো সম্পদ গোপন করার অভিযোগ আছে।

৭৫ বছর বয়সী জন ম্যাকএ্যাফি এসব অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh