ফের ট্রোলড অভিষেক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ১২:৪৪ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমাঝেই ট্রোলড হন অভিষেক বচ্চন, কিন্তু তা সামলাতেও তিনি পারদর্শী। এবার আবারো ট্রোলড এর মুখে পড়লেন এই অভিনেতা।

সম্প্রতি সিনেমা হল খুলে যাওয়ার ঘোষণায় খুশি হয়ে পোস্ট করেন অভিষেক। সেখানেই ঘটে বিপত্তি। একজন ট্রোল করে বসেন। লেখেন, ‘‘হল খুললেও আপনি জবলেস!’’

তবে, অভিনেতা আগের মতোই খুব সুন্দরভাবে সামলে নেন এই ট্রোল। পাল্টা উত্তরে অভিষেক বলেন, ‘‘হায়! তা আপনার হাতে। আপনারা আমাদের কাজ পছন্দ না করলে আমরা কাজ পাব না। তাই সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

এর আগেও কাজ নিয়ে ট্রোলড হয়েছেন তিনি। জুলাইয়ে অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হলে অভিষেককে তা হলে ‘কে খাওয়াবেন’ সেই প্রশ্নও ছুঁড়ে দেন এক নেটিজেন। অভিষেকের তখন জবাব ছিল, ‘‘আপাতত আমরা বাবা-ছেলেতে হাসপাতালে শুয়ে-শুয়ে নিজে হাতেই খাচ্ছি।’’ সেখানে আর একজনের কমেন্ট ছিল, সকলের এ রকম শুয়ে-শুয়ে খাওয়ার সৌভাগ্য হয় না। সে ট্রোলও স্পষ্ট কথায় সামলান অভিষেক, ‘‘প্রার্থণা করি, আমাদের মতো পরিস্থিতিতে আপনাকে যেন থাকতেও না হয়।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh