বামপন্থী নেতা জুনো লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৮ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ এএম

 হায়দার আনোয়ার খান জুনো

হায়দার আনোয়ার খান জুনো

রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বামপন্থী নেতা ও মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে তার মেয়ে অনন্যা লাবণী জানিয়েছেন।

তিনি আজ সকালে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ভোর ৪টার দিকে তার বাবার হঠাৎ কাশি শুরু হয় ও অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু সেখানে অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে দেন।

গত ১৫ সেপ্টেম্বর রাতে হার্ট আ্যটাক হওয়ায় ৭৬ বছর বয়সী জুনোকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন তার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার ভোরে পরিস্থিতির অবনতি হয়।

বামপন্থী নেতা হায়দার আকবর খান রণোর ছোট ভাই জুনোর জন্ম ১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায়। তাদের পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh