নাটোরের ডা. আয়নাল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৩ পিএম

 ডা. আয়নাল হক। ছবি: নাটোর প্রতিনিধি

ডা. আয়নাল হক। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের আলোচিত বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন- তোরাব আলী ও শামীম।

মামলায় মোট ১৭ আসামির মধ্যে ১ নম্বর আসামিসহ মৃত্যুবরণ করেছে চারজন। আর পলাতক রয়েছে তিনজন। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

২০০২ সালের ২৯ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হককে হত্যা করা হয়। তখন তার পুত্রবধু নাজমা রহমান বাদী হয়ে মোট ১৭ জনের হত্যা মামলা দায়ের করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh