জার্মান হাসপাতালে হ্যাকারদের হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩ এএম

জার্মানির ডুসেলডর্ফ শহরের একটি হাসপাতালে হ্যাকাররা হামলা চালিয়ে আইটি সিস্টেম ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ উঠেছে। এতে একজন রোগীরও মৃত্যু হয়েছে৷

সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকাররা হাসপাতালটির পরিচালনার কাজে নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারে হামলা চালায়৷ হামলার বিষয়টি সফটওয়্যারটি চিহ্নিত করতে না পেরে ক্রমশ দুর্বল হয়ে পড়ে৷ ফলে হাসপাতাল পরিচালনার কাজে নিয়োজিত সিস্টেমটি রোগীদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া থামিয়ে দেয়৷ এ সময় হাসপাতালের গুরুত্বপূর্ণ রোগীদের অন্যস্থানে সরিয়ে নেওয়া হয়৷ এরমধ্যে একজন নারী রোগীকে চিকিৎসার জন্য অন্য শহরে স্থানান্তর করার পর তিনি মারা যান৷

হ্যাকাররা কোনো চাঁদা দাবি করেনি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের বিচারমন্ত্রীর দেয়া এক বিবৃতিতে জানা যায়, হ্যাকাররা হাসপাতালটির ৩০টি সার্ভার আক্রমণ করেছে। এর একটি সার্ভারে চাঁদা দাবি করে চিরকুট রেখে যায় তারা৷ তবে চিরকুটটিতে হ্যাকারদের কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি৷ আর চিরকুটটি সরাসরি হাসপাতালকে নয় বরং হেইনরিস হাইনে বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে লেখা হয়েছে৷ হাসপাতালটি এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত।

পরে ডুসেলডর্ফ পুলিশ হ্যাকারদের সাথে যোগাযোগ করে তাদের জানায়, এ আক্রমণের ফলে বিশ্ববিদ্যালয় নয় বরং হাসপাতালের রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ হ্যাকাররা তখন হাসপাতালের হারানো ডাটা ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় কোড সরবরাহ করে৷ এরপর তারা সব যোগযোগ বিচ্ছিন্ন করে দেয়৷

এদিকে, হাসপাতাল পরিচালনার সিস্টেমটি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, হ্যাকারদের শাস্তির আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানায় তারা। 

সূত্র: ডয়চে ভেলে

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh