মুম্বাইয়ের কাছে বাড়ি ধসে মৃত ১০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫২ এএম

ছবি: আনন্দবাজার পত্রিকা

ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ফের বহুতল বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ভেঙে পড়ে তিনতলা বাড়িটি।

ভোরবেলায় উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। দমকল বাহিনী ও পুলিশও সেই কাজে সহায়তা করছে। ইতোমধ্যেই ১০ জনকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো ২০-২৫ জনের আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মকর্তা।

থানে পৌর করপোরেশনের এক মুখপাত্র বহুতল ভাঙার ঘটনা নিয়ে বলেছেন, ভিয়ান্ডিতে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় এখনো অবধি আটজনের মৃত্যু হয়েছে। এই বিবৃতির পরে আরো দুইজনের মৃত্যুর কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। 

ওই বহুলতটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার থাকত। ধসের সময় ভবনের বাসিন্দারা ঘুমাচ্ছিলেন। ভবনধসের ঘটনায় মৃত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।- আনন্দবাজার পত্রিকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh