টুরিস্ট ভিসায় ৯ মাস থাকা যাবে থাইল্যান্ডে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪২ এএম

টুরিস্ট ভিসায় ৯ মাস থাকা যাবে থাইল্যান্ডে। তবে থাইল্যান্ডে পৌঁছার পর অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সম্প্রতি, বিষয়টি জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা।

তিনি বলেন, এদিকে, থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা সম্প্রতি বলেছেন, মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থান ও ভ্রমণ করতে আগ্রহী কিংবা এখানকার চিকিৎসা সেবা নিতে চান এমন পর্যটকদের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে গৃহীত নতুন পরিকল্পনার আওতায় সীমান্ত খুলে দিচ্ছে থাইল্যান্ড। এতে বিদেশি পর্যটকরা থাইল্যান্ডে গিয়ে ৯০ দিন থেকে ২৭০ দিন (৯ মাস) অবস্থান করতে পারবেন। বিশেষ এ পর্যটক ভিসা প্রকল্পের মাধ্যমে ১২ বিলিয়ন আয় হবে বলে আশা করছে দেশটির সরকার। আগামী মাসে থাই সরকারের নতুন এ প্রকল্প কার্যকর করা হবে যার মেয়াদ শেষ হবে আগামী বছরের নভেম্বরে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh