বোন থাকা ভাগ্যের বিষয়, বলছে গবেষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ এএম

আধুনিককালে পরিবার অনেক ছোট থেকে ছোটতর হয়ে যাচ্ছে দিনদিন। পরিবার ছোট হতে হতে এখন হয়ে চারজনের জায়গায় তিনজনে এসে ঠেকেছে। বদলে যাওয়া অর্থনৈতিক ব্যবস্থায় এই এক সন্তান নীতি লাভজনক হলেও তা সবক্ষেত্রে মঙ্গলজনক নাও হতে পারে না। কারণ গবেষকরা বলছেন ভিন্ন কথা।

গবেষণা বলছে, একটি শিশুর জীবনে অত্যন্ত আনন্দদায়ক হচ্ছে ভাই বা বোনের সঙ্গে বেড়ে ওঠা।  বিজ্ঞানীরা বিশেষভাবে বলছেন বোন থাকার কথা। ছেলে হোক বা মেয়ে, তার যদি একটি বোন থাকে তো সেই জীবনের আনন্দই আলাদা। 

যুক্তরাষ্ট্রের ব্রিংহাম ইয়ং ইউনিভার্সিটির গবেষকরা ৩৯৫টি পরিবারের ওপর সমীক্ষা করে এই সিদ্ধান্ত জানিয়েছেন।

কন্যা সন্তান জন্ম নিলে যাদের দুঃখের শেষ থাকে না, তারা দেখে নিন মেয়ে আপনাকে কত ভাবে সাহায্য করতে পারে।

ছোট থেকে বড় হয়ে উঠেও বোন কাছের বন্ধু হতে পারে। বোন থাকলে সেই শিশুর মধ্যে মায়া-মমতা ও ভালোবাসার মতো গুণ সবচেয়ে বেশি প্রকাশ পায়। বোনের প্রভাবে ম্যাচিওরিটিও তাড়াতাড়ি আসে- এমনটাই বলছেন বিজ্ঞানীরা। 

এমনকি ভাই-বোনের মধ্যে ঝগড়াও মানসিক বিকাশের জন্য অত্যন্ত উপযোগী বলে জানিয়েছেন গবেষকরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh