খেলাফত আন্দোলনের মহাসচিবের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৯ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ (৪৩) ইন্তেকাল করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি স্ট্রোক করে মারা যান।

জামিয়া নূরিয়া ইসলামিয়ার মাদ্রসার শিক্ষক মাওলানা সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, তার জানাজা মাগরিবের পর কামরাঙ্গি চরের জামিয়া নূরিয়া ইসলামিয়ার মাদ্রসায় অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ২৭ নভেম্বর খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফকে মহাসচিব নির্বাচিত করা হয়। মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের দাদা মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা করেন। পরবর্তীতে হাফেজ্জী হুজুরের ছেলে মাওলানা আহমাদুল্লাহ আশরাফ আমির হিসেবে দলটি পরিচালনা করেন। মাওলানা আহমাদুল্লাহ আশরাফের মৃত্যুর পর তার ছেলেদের কোন্দলে দলটি দুই ভাগ হয়ে যায়। যার একাংশের নেতৃত্ত্বে ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh