নভোএয়ারে কলকাতায় গেলেন ২৯ ভারতীয় নাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৫ পিএম

নভোএয়ারের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন ২৯ জন ভারতীয় নাবিক। করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন ভারতীয় নাবিকরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি ভারতীয় নাবিকদের নিয়ে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় দুপুর দুইটা ৫২ মিনিটে পৌঁছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধের কারণে গত ১৫ই মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৪টি, কক্সবাজারে ৩টি, যশোর ৪ টি, সৈয়দপুর ৪ টি, সিলেট ২টি, বরিশাল ২টি ও রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh