ফরিদপুরে মাছধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০১:৩৫ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২০, ০১:৫২ পিএম

ছবি: ফরিদপুর প্রতিনিধি

ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাবেলি গঙ্গাধরদী গ্রামে মাছধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৭) ও রকিব মাতুব্বর (১৭)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, হাবেলি গঙ্গাধরদী গ্রামের বিলে রবিবার বিকালে মাছ ধরতে যান শামীম ও রকিব। একই জায়গায় মাছ ধরতে যান ওই গ্রামের জামাল ও আফজাল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঘটনার জেরে সোমবার সকালে জামাল ও আফজালরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পরে তা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে শামীম ও রকিবসহ ১০ জন আহত হন।

তিনি বলেন, পরে গুরুতর আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মাথায় একাধিক কোপের আঘাত ছিল।

ওসি শফিকুর জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh