পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১২:২৯ পিএম

অর্থমন্ত্রী বিল মরনো

অর্থমন্ত্রী বিল মরনো

করোনাভাইরাস মহামারি সংকটের মধ্যেই কানাডার অর্থমন্ত্রী বিল মরনো পদত্যাগ করেছন। তবে তার পদত্যাগের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 

বিশেষজ্ঞদের ধারণা, একটি চ্যারিটি প্রকল্পের সাথে তিনি যুক্ত। সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায়, প্রধানমন্ত্রীর চাপে পদত্যাগ করেছেন তিনি। তবে মরনো নিজে সে কথা স্বীকার করেননি।

সোমবার নিজেই পদত্যাগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, নিজের ইচ্ছেতেই প্রধানমন্ত্রী কাছে পদত্যাগপত্র পেশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। ফলে আপাতত তিনি আর মন্ত্রিসভার অংশ নন। 

পাশাপাশি নিজের কেন্দ্র থেকেও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগের কারণ ব্যক্তিগত বলেই জানিয়েছেন তিনি। 

তার বক্তব্য, দ্বিতীয়বার নির্বাচনে লড়াইয়ের কোনো ইচ্ছা তার ছিল না। সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। সে কারণেই দ্রুত পদত্যাগ করলেন। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, মরনোর সাথে তার পেশাদার ও ব্যক্তিগত সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং তা বজায় থাকবে। কানাডার অর্থনীতিতে মরনোর অবদানের কথাও স্বীকার করেছেন ট্রুডো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh