সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১০:১২ পিএম

সিলেটের ওসমানীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাদীপুর গজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক জুনেদ মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের ফজলে মিয়ার স্ত্রী হামিদা বেগম (৩৫), তার মেয়ে আরিফা বেগম (১২) ও হামিদার বোনের মেয়ে কারিমা বেগম (৩)। এছাড়া ঘটনাস্থলে নিহত আরেক ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরো সাতজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজনের মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh