যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত ৩

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৯:২২ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২০, ০৯:২২ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন। সন্ধ্যায় নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও শেরপুর জেলা বগুড়া এলাকার বাসিন্দা রাসেল হোসেন ওরফে সুজন (১৮)। তবে, রাসেল হোসেনের পুরো ঠিকানা এখনো পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে নাঈম হোসেন ধর্ষণ এবং পারভেজ হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে ছিলেন।

যশোর পুলিশের ডিএসবির পরিদর্শক (ডিআই-১) এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় মরদেহ হাসপাতাল মর্গে নিয়ে এসেছেন। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh