চলতি মাসে কমবে করোনা হাসপাতালের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে যাচ্ছে দাবি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এই মাসের শেষে কয়েকটি করোনা ডেডিকেটেড হাসপাতালকে নন-কভিড করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে ৮টি বিভাগীয় পর্যায়ে ক্যানসার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। গত ৬/৭ মাস আমরা কাজ করতে পারিনি। এখন আমরা নন-কমিউনিকেবল ডিজিস যেগুলো আছে সেগুলোর ওপরে জোর দিয়েছি, কাজকর্ম শুরু করেছি। করোনার প্রকোপ কমে আসছে। করোনার বাইরে যেসব নন-কভিড রোগী আছে করোনার কারণে তারা সেইভাবে চিকিৎসা পায়নি। আমরা আগামীতে অনেকগুলো হাসপাতাল নন-কভিড করে দিচ্ছি, এ মাসের শেষে। এখানে সবাই চিকিৎসা নিতে পারবে। অনেকের চিকিৎসা প্রয়োজন কিন্তু ভয়, কভিডের কারণে চিকিৎসা নিতে পারছে না। বাসায় বসে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নিচ্ছে। রোগী হাসপাতালে আসছে না।’

জাহিদ মালেক বলেন, ‘এ জন্য এ মাসের শেষে অবস্থা যদি আরো ভালো হয়, তাহলে আমরা বেশ কয়েকটি হাসপাতাল নন-কভিড করে দেব। সেখানে আমরা-আপনারা সবাই চিকিৎসা নিতে পারব। কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। যেসব কভিড হাসপাতাল নন-কভিড ঘোষণা করা হবে, সেখানে কভিড চিকিৎসা হবে না, কভিডের জন্য আলাদা হাসপাতাল আছে, সেখানে চিকিৎসা হবে।’

‘কত সংখ্যক হাসপাতাল নন-কভিড করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে কভিড হাসপাতালের ৭০ শতাংশ সিট খালি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh