বার্সা শিবিরে করোনার থাবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:৫৪ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২০, ০৯:৫৫ পিএম

আগামী ১৫ আগস্ট চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগে দুঃসংবাদ এসেছে বার্সা সমর্থকদের জন্য। প্রাক-মৌসুম ট্রেনিংয়ে নয়জন খেলোয়াড়ের করোনা টেস্ট করানো হয়েছিল। এর মধ্যে একজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

তবে আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়া নয় খেলোয়াড়ের একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত খেলোয়াড়ের কোনো উপসর্গ নেই এবং তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। 

বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে এটি কোনো প্রভাব ফেলবে না বলেও নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। কারণ লিসবনের মিনি টুর্নামেন্টের জন্য ঘোষিত ২২ সদস্যের দলের কারো সংস্পর্শে আসেননি আক্রান্ত খেলোয়াড়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh