আবারো স্থগিত বিশ্বকাপ বাছাইপর্ব

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৩:৪৮ পিএম

করোনাভাইরাসের কারণে আবারও স্থগিত হয়ে গেলো বিশ্বকাপ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব। করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় আগামী বছরের যে কোনও সময় বাছাইপর্ব করতে চাইছে ফিফা এএফসি। বুধবার তারা যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সূচি অনুযায়ী এই বছরের মার্চ থেকে জুনের মধ্যেই বিশ্বকাপ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব হওয়ার কথা ছিল। কিন্তু করোনার আঘাতে সেটি পিছিয়ে নতুন সূচি হিসেবে নির্ধারণ করা হয়েছিল আগামী অক্টোবর-নভেম্বর। সেই লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করছিল অনেকে। যাদের মধ্যে রয়েছে বাংলাদেশও।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বলা হয়েছে, সবার স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা নিয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ফিফা এএফসি এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ম্যাচের নতুন তারিখ বের করার জন্যেও এক সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে আশ্বস্থ করে তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh