সম্পত্তিতে ভারতীয় হিন্দু ছেলে-মেয়ের সমান অধিকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১০:৩৯ পিএম | আপডেট: ১১ আগস্ট ২০২০, ১০:৪৫ পিএম

এখন থেকে ভারতীয় হিন্দু পরিবারের মেয়েরা অভিভাবকের সম্পত্তিতে ছেলেদের সমান অধিকার ভোগ করবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার (১১ আগস্ট) অভিভাবকের সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমান অধিকার নিশ্চিত করে এমন রায় দেন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

রায়ে বলা হয়, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের অধিকার নিশ্চিত করতে হবে। ওই আইন অনুযায়ী অভিভাবকের সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমান অধিকার রয়েছে। ছেলেদের সমান অধিকার মেয়েদেরও অবশ্যই দিতে হবে। বাবা জীবিত না থাকলেও সম্পত্তিতেও মেয়েরা সমান অধিকার পাবেন। ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর তারিখ থেকে এ সংশোধনী কার্যকর হিসেবে ধরা হবে।

এছাড়া ভারতে কন্যা সন্তানের সম্পত্তি সংক্রান্ত যতো মামলা আছে সেগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয় রায়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh