ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৪:৩৫ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২০, ০৪:৫৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনির হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয় জন।

আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য।
 
তিনি বলেন, রবিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার নওধার গ্রামের রইচ উদ্দিন মাষ্টারের একটি ছাগল প্রতিবেশী আনোয়ার হোসেনের উঠানের গাছের পাতা খাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। এরই জেরে আনোয়ার হোসেনের লোকজন রইচ উদ্দিন মাষ্টারের পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে রইচ উদ্দিন মাস্টার ও তার ছেলে মনির হোসেনকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মনির হোসেন মারা যান। এ ঘটনায় রইচ উদ্দিন মাস্টারের পরিবারের ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh