চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০১:৩৫ পিএম

চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে নগরের আকবর শাহ থানার হারবাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিক হলেন- লক্ষ্মীপুরের রাজু (৩০) ও নোয়াখালীর রায়হান (২৮)।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী এ ঘটনা নিশ্চিত করে বলেন, আজ সকালে নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। এর অনেকক্ষণ পর তারা সেখান থেকে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরপর সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh