শেখ কামালের নামে যুব ক্রিকেট লীগ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৪:২৬ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২০, ০৪:২৭ পিএম

শেখ কামালের নামে যুব ক্রিকেট লীগের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এবং ক্রিকেটে শহীদ শেখ কামালের অবদানের স্বীকৃতি দিতেই এমন সিদ্বান্ত নিয়েছে বোর্ড।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দেশের আধুনিক খেলাধুলার স্থপতি শেখ কামাল। এছাড়া দেশের সকল খেলাধুলার উন্নতির জন্য বড় অবদান রয়েছে তার। তাই আমরা তার নামে যুব ক্রিকেট লিগের নামকরনের সিদ্বান্ত নিয়েছি।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী আসর থেকে যুব ক্রিকেট লীগ শহীদ শেখ কামাল যুব লীগ নামকরণ হচ্ছে।

চারটি অনূর্ধ্ব-১৯ দল নিয়ে প্রতি বছর টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি গেম ডেভলপমেন্ট। সেখানে প্রত্যক রাউন্ডে চারদিনের একদিনের ম্যাচ থাকবে। তরুণ ক্রিকেটারদের পাইপলাইনকে জোরদার করতেই প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh