একক অনুশীলনে মোমিনুল-মুস্তাফিজুর

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৪:০০ পিএম

আগামী শনিবার থেকে ফের শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের একক অনুশীলন। দ্বিতীয় ধাপের এই অনুশীলনে এবার অংশ নিচ্ছেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানও। সম্প্রতি বিষয়টি জানিয়েছেন তারা।

তবে, টেস্ট অধিনায়ক মোমিনুল অনুশীলনের প্রথম দিন থেকেই যোগ দিলেও, বিলম্ব ঘটতে পারে মুস্তাফিজুরের ক্ষেত্রে।

এদিকে, আগস্টে শুরু হওয়া একক এই অনুশীলনে কতজন যোগ দেবে তার সঠিক হিসাব এখনো জানেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুস্তাফিজ মোমিনুলের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান আকরাম খান

দলীয় অনুশীলনের কথা উল্লেখ করে আকরাম খান বলেন,আমাদেরকে প্রথমে পরিস্থিতি দেখতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি তাই আমাদেরকে সবকিছু সঠিক ভাবে চিন্তার মধ্যে রাখতে হবে। আমরাও যত দ্রুত সম্ভব দলীয় অনুশীলন শুরু করতে চাই। কিন্তু জন্য কোন ঝুঁকি নিতে চাই না।


৩৫ খেলোয়াড়ের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর ফিটনেসের কথা ভেবে ১৯ জুলাই একক এই অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। তবে বোলিং করার সুযোগ পায়নি বোলাররা। শুধু রানিং জিমের মধ্যেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে। অবশ্য ইন্ডোরে অনুশীলনের সুযোগ পেয়েছিল ব্যাটসম্যানরা। ওই পর্বে সর্বমোট ১৪জন ক্রিকেটার অনুশীলনে অংশ নিলেও, যোগ দিতে পারেননি মুস্তাফিজ ও মোমিনুল।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh