করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০১:০১ পিএম

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল গণি (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

শুক্রবার (৭ আগস্ট) ভোরের দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত গণির ছেলে আব্দুস সাত্তার মনি জানান, তার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার বাবার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ নিয়ে তারা ঢাকা থেকে সাতক্ষীরার দেবহাটার উদ্দেশে রওনা হয়েছেন। মাগরিবের পর দেবহাটার চাঁদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh