টিকটকের লেনদেন বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১১:১৩ এএম

টিকটক অ্যাপ পরিচালনাকারী চীনা কোম্পানি বাইটড্যান্স ও ওইচ্যাটের মূল কোম্পানি টেনসেন্টের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, নির্বাহী আদেশে স্বাক্ষরের ৪৫ দিন পর (২০ সেপ্টেম্বর) নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে বাইটড্যান্স ও টেনসেন্ট কোম্পানি ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কোনো আর্থিক লেনদেন করতে পারবে না।

নির্বাহী আদেশে বলা হয়েছে, টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। জাতীয় নিরাপত্তা সুরক্ষা করতে টিকটকের মালিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপ নেয়া উচিত।

যদিও চীনা সরকারকে তথ্য দেয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে টিকটক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh