মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:২৫ এএম

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ও জ্যেষ্ঠ বিরোধীদলীয় নেতা লিম গুয়ানকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, একটি অবকাঠামো প্রকল্পের জন্য ১৫০ কোটি ডলার ঘুষ চেয়েছিলেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানায়, বৃহস্পতিবার রাতে লিম গুয়ানকে গ্রেফতার করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহে তার বিরুদ্ধে আরো দুইটি অভিযোগ আনা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh