সাবরিনা-আরিফের অভিযোগ গঠন শুনানি ১৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১১:২১ পিএম

কভিড-১৯ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াদ মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলির আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য এই দিন ধার্য করেন।

এর আগে বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিটটি দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে সাবরিনা ও আরিফকে জালিয়াতির হোতা উল্লেখ করা হয়। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।

অভিযোগপত্রে অন্য আসামিরা হলো- আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা, শফিকুল ইসলাম রোমিও, বিপুল ও জেবুন্নেসা। তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে হিমু, তানজিলা ও রোমিও দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh