মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই: দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৪:০৬ পিএম

সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ সরকারের সময় কোন মানুষের জীবনের নিরাপত্তা নাই। যেখানে সেনা সদস্যদের জীবনের নিরাপত্তা সরকার দিতে ব্যর্থ, সেখানে সাধারণ মানুষের অবস্থা কেমন তা সহজেই বোঝা যায়।

এ সময় তিনি দ্রুত অবৈধ সরকারের পদত্যাগের দাবি করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দাবি জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে এক পথ সভায় তিনি এ কথা বলেন।

এছাড়া নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুরের থানা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গুরুদাসপুর থানা বিএনপির আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির আহবায়ক মশিউর রহমান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাসান পরশ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh