এমপি রমেশ চন্দ্র সেন করোনা পজিটিভ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০২:০১ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২০, ০২:০৫ এএম

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৬৬ জনের নমুনা পরীক্ষার পর তিনি ছাড়াও জেলায় নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ৪৩৭ জন। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৩ আগস্ট রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৯ জনের কভিড-১৯ শনাক্ত হয়। অন্যদের মধ্যে সদর উপজেলার একজন, পীরগঞ্জ উপজেলার একজন ও রাণীশংকৈল উপজেলায় ছয়জন রয়েছেন।

রমেশ চন্দ্র সেনের এখন কোনো ধরনের উপসর্গ নেই উল্লেখ করে সিভিল সার্জন জানান, তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ আছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh