আল জাজিরার কুয়ালালামপুর কার্যালয়ে পুলিশী অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৯:০৩ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২০, ০৮:০৮ পিএম

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কুয়ালালামপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে মালয়েশিয়ান পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুইটি কম্পিউটার জব্দ করা হয়েছে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।

দেশটির প্রচলিত কমিউনিকেশন্স ও মাল্টিমিডিয়া আইন লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহ ও মানিহানির অভিযোগে এই অভিযান চালানো হয় বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

আল জাজিরা ইংলিশের ব্যবস্থাপনা পরিচালক জাইলস ট্রেন্ডেল বলেন, আমাদের কার্যালয়ে অভিযান ও কম্পিউটার জব্দ করা সংবাদমাধ্যমের স্বাধীনতায় কর্তৃপক্ষের নিপীড়ন বৃদ্ধির অংশ। মালয়েশীয় কর্তৃপক্ষকে আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত বন্ধের আহ্বান জানাচ্ছি। আল জাজিরা তার সাংবাদিকদের পাশে থাকবে। আমাদের সাংবাদিকেরা নিজেদের দায়িত্ব পালন করেছে এবং এটি কোনো অপরাধ নয়। 

আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে  সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশি অভিবাসী  রায়হান কবির। ওই প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয় রায়হান কবিরকে।

মঙ্গলবারের এই অভিযানের প্রতিবাদে অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল টুইটারে উদ্বেগ প্রকাশ করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh