সিভিএফ সম্মেলন ঢাকায়, প্রধানমন্ত্রীকে মুনের ফোন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১০:১৮ পিএম

শেখ হাসিনা ও বান কি মুন

শেখ হাসিনা ও বান কি মুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) আগামী সম্মেলন মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে হবে বলে জানিয়েছেন ফোরামের প্রেসিডেন্ট বান কি মুন।

আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জাতিসংঘের সাবেক এ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিভিএফ সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে বান কি মুনের সাথে প্রধানমন্ত্রীর প্রায় ১২ মিনিটের মতো কথোপকথন হয়। সিভিএফ সম্মেলন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন এবং বান কি মুন সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন।

কথোপকথন চলাকালে, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাস ও সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh