সুনামগঞ্জে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৭:৪৫ পিএম

ছবি:  সুনামগঞ্জ প্রতিনিধি

ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দিরাই উপজেলায় অভিযান চালিয়ে একটি এক নালা বন্দুকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

তারা হলেন, উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙালি গ্রামের মৃত দোছ মোহাম্মদের পুত্র জিয়াউর রহমান (৩২) ও একই গ্রামের ফজর মোহাম্মদের পুত্র জমিল মিয়া (৪২)। 

উপজেলার জগদল ইউনিয়ন থেকে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়। 

দিরাই থানার এসআই জিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বুধবার (২৯ জুলাই) আদালতে হাজির করেন। পরে আদালত তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

দিরাই থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার রায় বাঙালি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ জিয়াউরকে নিজ বাড়ি থেকে আটক করে। এসময় তার অপর অস্ত্রধারী জমিল পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর আবারো রায়বাঙালি গ্রামে অভিযান চালিয়ে জমিলকে গ্রেফতার করা হয়। দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুইজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৯৭৮ সালের আমস্ এ্যাক্ট ১৯-এ ধারায় মামলা দায়ের করেছে। আজ তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh