আর্থুরকে শায়েস্তা করতে চায় বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:২৬ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২০, ১২:২৭ পিএম

কিছুদিন আগেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলোকে জুভেন্টাসের কাছে বিক্রি করেছে বার্সেলোনা। তবে চুক্তি অনুযায়ী চলতি ২০১৯-২০ মৌসুম পর্যন্ত বার্সেলোনাতেই থাকার কথা আর্থুরের। কিন্তু চ্যাম্পিয়নস লিগ খেলবেন না জানিয়ে নিজ দেশ ব্রাজিলে অবস্থান করছেন তিনি। আর তাই এই মিডফিল্ডারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।

২০১৮ সালে বার্সাতে যোগ দিয়ে ভালোই পারফর্ম করছিলেন, এমনকি তাকে নতুন জাভি নামেও ডাকছিলেন কেউ কেউ। তবে চলতি মৌসুমে ফর্মহীনতায় ভুগছিলেন আর্থুর। আর নতুন কোচ কিকে সেতয়েন তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। আর এতেই চটে যান আর্থুর। পরে তাকে সোয়াপ করে জুভ মিডফিল্ডার পিয়ানিচকে দলে টানে বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগে আর্থুরকে খেলাতে চায় দলটি। কিন্তু সাফ না করে দিয়েছেন আর্থুর। আর এতেই বিপত্তি বেধেছে। বার্সা এখন তার বিরুদ্ধে মামলা করতে চাইছে।

সোমবার বার্সার সব ফুটবলারের করোনা পরীক্ষা করালেও আর্থুর আসেননি। এছাড়া মঙ্গলবার অনুশীলনেও ফেরেননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh