নাটোরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:৪১ এএম | আপডেট: ২৮ জুলাই ২০২০, ১২:০৬ পিএম

নাটোরের নলডাঙ্গার ছাতার ভাগে করোনা উপসর্গ নিয়ে ইউনুস আলী (৫২) নামে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

জানা যায়, প্রায় ১৫ দিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন।

স্থানীয় ক্লিনিক বিসমিল্লাহ হাসপাতালে গেলে তারা নাটোর সদর হাসপাতালে ভর্তি হতে বলে কিন্তু হাসপাতালে না গিয়ে বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন ইউনুস আলী। গতকাল জ্বরের সঙ্গে শ্বাস কষ্ট বেড়ে গেলে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন পরবর্তীতে সেখান থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে এগারোটায় পথিমধ্যে মারা যান। 

ইউনুস আলী বগুড়াতে মেয়ের বাড়িতে যাতায়াত করতেন। চলতি মাসের ৮ তারিখে বগুড়া থেকে এসেছিলেন। তারপর থেকেই জ্বরে ভুগছিলেন বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh