মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব দোষী সাব্যস্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:৩৪ এএম | আপডেট: ২৮ জুলাই ২০২০, ১১:৪৫ এএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

অর্থ কেলেঙ্কারির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত হয়েছেন। তবে অর্থনৈতিক উপদেষ্টারা তাকে ভুল পথে চালনা করেছে দাবি করে সব অভিযোগ অস্বীকার করেন নাজিব।

বিবিসির খবরে জানানো হয়, সাত ধরনের অভিযোগ আনা হলেও ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং ও বিশ্বাস ভঙ্গের দায় অস্বীকার করেছেন নাজিব রাজাক।

কুয়ালালামপুর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজালি মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রসিউকিউশন যেসব সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছেন, তাতে দোষী সাবস্ত্য হয়েছেন নাজিব রাজাক।

২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বার্হাড থেকে ৪ কোটি ২০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত (১ কোটি ডলার) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেন নাজিব। ২০১৫ সালে তার এসব কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ান কর্তৃপক্ষ দাবি করে, এই ফান্ড থেকে ৪৫০ কোটি ডলার বেআইনিভাবে উত্তোলন করে ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh